তিনদিন ধরে নিখোঁজ চট্টগ্রামের ব্যবসায়ী সঞ্জয়

চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে পরিবার। বিষয়টি নিয়ে গত বুধবার রাতে পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের বায়েজিদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

- Advertisement -

নিখোঁজ ব্যবসায়ী সঞ্জয় তালুকদার (৪০) রাউজান থানার বিনাজুরি ইউনিয়নের জামুইন গ্রামের তালুকদার বাড়ির মৃত বিনোদ বিহারী তালুকদারের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর বিধান বাবুর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন।

- Advertisement -google news follower

জিডিতে সঞ্জয় তালুকদারের স্ত্রী হা-মীম গ্রুপ চট্টগ্রাম অফিসের হিসাব সহকারী লাকী দে উল্লেখ করেন, ব্যবসায়িক কাজে গত ১০ সেপ্টেম্বর শনিবার রাত ১১টার দিকে শান্তি নগরের বাসা থেকে ঢাকার উদ্দেশে বের হন।

পরদিন রোববার ঢাকার মহাখালী পৌঁছে ব্যক্তিগত মোবাইলে কথা হয় তার সঙ্গে। সোমবারও যোগাযোগ ছিল। ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

- Advertisement -islamibank

এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি বাসায়ও ফিরে আসেননি। দুইদিন ধরে খোঁজাখুজি করে না পেয়ে থানায় জিডি করেন তিনি।

লাকী দে বলেন, ‘আমার স্বামী প্রাণ ও বেঙ্গল গ্রুপের পরিবেশক। ইলেক্ট্রনিক পণ্যের ডিলারশিপ নিতে ঢাকায় গিয়েছিল। সর্বশেষ ১২ সেপ্টেম্বর বিকেল চারটার তার সঙ্গে কথা হয়।

তিনি কাজ শেষে করে রাতের গাড়িতে চট্টগ্রাম ফিরবেন বলে জানান। সন্ধ্যা সাড়ে ছয়টায় তাকে কল দিলে অপর প্রান্ত থেকে কেটে দেওয়া হয়। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার আর কোন খোঁজ মিলছে না।’

এ প্রসঙ্গে বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান বলেন, ‘রাতে ওই ব্যবসায়ীর স্ত্রী জিডি করেছেন। তার সর্বশেষ অবস্থান কোথায় ছিল তার বের করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া অন্য কোন বিষয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’ নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, ‘ব্যবসায়ী নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

জেএন/এফও/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM