চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় জোনাকী পরিবহনের বাস, কাভার্ডভ্যান ও লরিচালককে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে জোরারগঞ্জ হাইওয়ে থানার জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই আলমগীর হোসেন বাদী হয়ে এই মামলা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, গত বুধবার কাভার্ডভ্যানের চাপায় চার জন নিহত ও ছয় জন আহত হন। এ ঘটনায় বাস, লরি ও কাভার্ডভ্যানের চালকদের আসামি করে জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী অংশে জোনাকী পরিবহনের একটি বাস ও লরিচালক মহাসড়ক বন্ধ করে ঝগড়া করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন ও অটোরিকশাচালকসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি মিনি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন মারা যান। আহত হন পুলিশ কর্মকর্তাসহ ছয় জন।
জেএন/কেকে