চমেকে ওষুধ চোর গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চোর চক্রের সদস্য আরাফাতুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ওষুধ জব্দ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগভর্তি ওষুধসহ আরাফাতুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ২৫ ধরনের ওষুধ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা এসব ওষুধ মূলত রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা। তার সঙ্গে কারা এসব ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানিয়েছেন, আরাফাতুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওষুধ চুরির ব্যাপারে হাসপাতালে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM