খাগড়াছড়িতে সূর্যোদয়ে শুরু বর্ণিল আয়োজন

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা (ওয়াগ্য পোয়েহ) বর্ণিল আয়োজন আজ বুধবার (২৪ অক্টোবর) সূর্যোদয় থেকে শুরু হয়েছে।

- Advertisement -

বুধবার (২৪ অক্টোবর) ভোর থেকেই বিহারে বিহারে শুরু হয় মঙ্গল সূত্রপাঠ, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, বুদ্ধ পতাকা উত্তোলন। বৌদ্ধ পুন্যার্থীরা বিহারে সমাবেত হয়ে প্রার্থনায় অংশ নেয়।

- Advertisement -google news follower

এছাড়া প্রবারণা পূণির্মা সকাল ১১টায় য়ংড বৌদ্ধ বিহারে সমবেত বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিখারা দানসহ সকল দানীয় বস্তু প্রদান করা হয়। এসময় ভিক্ষু সংঘের ধর্মদেশনা, পিন্ডদান এবং সমবেত বুদ্ধস্নান অনুষ্ঠিত হয়।

এদিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিকেলে চেঙ্গী নদীতে উপগুপ্ত বুদ্ধের উদ্দ্যেশে নির্মিত রিছিম ভাসানো হবে। বিশ্ব শান্তি ও মৈত্রী কামনায় হাজার বাতি প্রজ¦লনের পাশাপাশি উড়ানো হবে ফানুস

- Advertisement -islamibank

প্রসঙ্গত, ভিক্ষুসংঘের পর ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে প্রবারণা তিথি। এরপর থেকে মাসব্যাপী শুরু হয় কঠিন চীবর দানোৎসব।

জয়নিউজ/সবুজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM