ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৮১ জন

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গতকাল এবং আজ এই দুইদিনে ডেঙ্গুতে আক্রান্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

- Advertisement -google news follower

ঢাকায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩০২ জন ভর্তি হয়েছে; আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭৯ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

- Advertisement -islamibank

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১০ হাজার ৭৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৮ হাজার ৫৩৫ জন, আর ঢাকার বাইরে ২ হাজার ২৪২ জন।
অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত পেয়েছেন ৯ হাজার ২৪০ জন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৪১৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৮২৭ জন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM