চ্যাম্পিয়ন্স লিগে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল পাননি রর্বাট লেভানডভস্কি। বার্সেলোনাও পেরে ওঠেনি। তবে লিগ ম্যাচে লেভার পায়ের জাদু চলছেই। বার্সার জয় রথও ছুটছে।
শনিবার রাতে ক্যাম্প ন্যুতে এলচের বিপক্ষে জাভি হার্নান্দেজের দল ৩-০ গোলের সহজ জয় পেয়েছে। ওই জয়ে জোড়া গোল করেছেন বায়ার্ন থেকে বার্সায় আসা পোলিশ স্ট্রাইকার লেভা। দুই গোলে সহায়তা দিয়েছেন ১৮ বছর বয়সী লেফট ব্যাক বালদে।
ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরু হতেই ধাক্কা খায় এলচে। সেন্ট্রাল ডিফেন্ডার গঞ্জালো ভার্দু ১৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। লেভাকে বক্সের বাইরে ফাউল করে পরিষ্কার গোল থেকে বঞ্চিত করেন এলচে অধিনায়ক। কার্ড দিতে ভুল করেননি রেফারি।
এরপর ৩৪ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন লেভা। তাকে দিয়ে গোল করান স্প্যানিশ তরুণ বালদে। ৪১ মিনিটে কাতালানরা ২-০ গোলের লিড নেয়। রাফিনহাকে বেঞ্চে রেখে মেস্পিস ডিপাইকে শুরুর একাদশে রাখেন জাভি। ডাচ স্ট্রাইকার সুযোগ লুফে নিতে ভুল করেননি।
প্রথমার্ধ যেখান থেকে শেষ, দ্বিতীয়ার্ধ সেখান থেকেই শুরু করে বার্সা। লেভানডভস্কি ৪৮ মিনিটে দলকে তৃতীয় গোল এনে দেন। মৌসুমে বার্সায় জার্সিতে ৬ লিগ ম্যাচে লা লিগার সর্বোচ্চ ৮ গোল তার নামের পাশে। সব মিলিয়ে কাতালানদের হয়ে ৮ ম্যাচে এক হ্যাটট্রিকে ১১ গোল করেছেন তিনি।
তিন গোলের লিডের পর বেঞ্চে শক্তি পরীক্ষা শুরু করেন জাভি। ডিপাইকে তুলে ৫৯ মিনিটে নামান আনসু ফাতিকে। ডেম্বেলের বদলে নামেন রাফিনহা। ৭২ মিনিটে লেভার জায়গায় নামেন ফারান তোরেস। কিন্তু রাফিনহা-ফাতি-ফারানের জুটি একের পর এক আক্রমণ তুলেও গোল করতে পারেনি। সব মিলিয়ে ১৯ আক্রমণ করেও তাই ছোট জয় বার্সার!
জেএন/কেকে