কর্ণফুলী উপজেলায় মাদক ব্যবসায়ীর গুদামঘরের মাটি খুঁড়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
শনিবার(১৭ সেপ্টেম্বর) রাতে শাহমিরপুর বাদামতল এলাকার একটি বসত বাড়িতে থেকে এ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকেও আটক করে র্যাবের সদস্যরা।
আটকরা হলো- কর্ণফুলী উপজেলার শাহ মীরপুরেরর মৃত সুলতান আহমেদ ছেলে মো. আজম উদ্দিন চৌধুরী (২৬) ও মো. আব্দুল নূর ছেলে মো. ছৈয়দ নুর প্রকাশ রুবেল হোসেন (৩০)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, আটক আসামি আজমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় প্রায় ৫ থেকে ৬ বছর ধরে সে ইয়াবা ব্যবসার সাথে যুক্ত । সে টিনশেডের একটি ঘরের মধ্যে মাটিতে গর্ত করে বস্তায় করে ইয়াবা ট্যাবলেট এবং দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মাটি চাপা দিয়ে মজুদ করে রাখত। পরবর্তীতে সেগুলো থেকে খুচরা ইয়াবা ব্যবসায়ীদের কাছে ছোট ছোট প্যাকেটে করে ইয়াবা ট্যাবলেটের চালান সরবরাহ করত।
তিনি আরো বলে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে আসামিরা বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত ছিল। এই অস্ত্র ও গোলাবারুদ তারা বাশঁখালীর অস্ত্র ব্যবসায়ী শহিদ এবং ছৈয়দের থেকে হ সংগ্রহ করত বলে জানায। তাদের সংলিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
জয়নিউজ/হিমেল/পিডি