ম্যালকমকে কেনার প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছিল এএস রোমা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে রোমার বদলে বেছে নিয়েছেন বার্সেলোনাকে। রোমার কাছ থেকে এই ছিনতাইয়ে বার্সা সভাপতি ক্ষমা চাইলেও মানেননি ইতালিয়ান ক্লাবটির সভাপতি। রোমা সভাপতির দাবি একটাই, ম্যালকমকে যেহেতু ছিনিয়ে নিলে লিওনেল মেসিকে দাও। তবে মেসি অধরা থাকলেও বার্সেলোনার এক সদস্যকে ঠিকই দলে ভিড়িয়েছে রোমা।
তিনি কোনো ফুটবলার নন। ফ্রান্সেসকো ক্যালভো ছিলেন বার্সেলোনার প্রধান রাজস্ব কর্মকর্তা। বার্সার রাজস্ব-খাতের দেখাশোনা রাখতেন। কিন্তু এখন তিনি রোমার। বার্সেলোনা আর রোমা কিছুদিন আগে একে অপরের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেই ম্যাচে ৪-২ গোলে জয় তুলে নেয় রোমা। এই ম্যাচের পরেই ক্যালভোকে দলে ভিড়িয়েছে রোমা।
তবে এতেই প্রতিশোধ নেওয়া শেষ হয়নি রোমার। রোমার সভাপতি নিজে বলেছেন, আমাদের দাবি এখনো শেষ হয়নি। আমরা এখনো মেসিকে চাই, মেসিকে ছাড়া আমরা ক্ষমা গ্রহণ করব না। এমনকি রোমা তাদের নিজেদের টুইটারেও এ নিয়ে টুইট করেছে।