সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পাশাপাশি অন্য পুরস্কারগুলোও ঘরে তুলেছেন বাংলাদেশের মেয়েরা।
অধিনায়ক সাবিনা খাতুন টুর্নামেন্ট সেরা খেলোয়ার হওয়ার পাশাপাশি পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আর রুপনা চাকমা হয়েছেন সেরা গোলকিপার।
সেই সাথে ফেয়ার প্লের ট্রফিটাও উঠেছে বাংলাদেশের মেয়েদের হাতে।
বাংলাদেশের মেয়েদের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্টে ৮ গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা। টুর্নামেন্টে সেরা গোলকিপার বাংলাদেশের রুপনা চাকমা। ৫ ম্যাচে যার বিপক্ষে গোল হয়েছে মাত্র একটি।
আজ ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে গোল পাননি সাবিনা, তবে গোল করিয়েছেন।
কোনো না কোনোভাবে দলে জয়ে অবদান থাকেই সাবিনার। ফাইনালের আগ পর্যন্ত করেছেন ৮ গোল। যার মধ্যে দুটি হ্যাটট্রিক। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জয়ে সাবিনার দুই গোল। পাকিস্তানের বিপক্ষে দলের ৬-০ গোলে জয়ে সাবিনার তিন গোল। ভারতের বিপক্ষে ৩-০ গোলে জয়ে সাবিনা গোল পাননি। সেদিন দুই গোল করেন স্বপ্না। সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে। সাবিনা হ্যাটট্রিক করেন সেদিনও।
জেএন/কেকে