ভিন্ন খবর : অস্ট্রেলিয়ার তাসমানিয়ার একটি সমুদ্র সৈকতে এসে আটকা পড়ে মারা গেছে ১৪টি সঁপার তিমি। মৃত তিমিগুলো সৈকতেই পড়ে রয়েছে।
তাসমানিয়ার কিং আইল্যান্ডে স্থানীয়রা তিমির মৃতদেহগুলো আবিষ্কার করে। পরে সোমবার বিকেলে বিষয়টি কর্তৃপক্ষকে জানায় তারা। কীভাবে তিমিগুলো ওই সৈকতে আটকা পড়েছে তা জনাতে সেখানে বন্যপ্রাণী বিজ্ঞানী ও একজন পশুচিকিৎসককে পাঠানো হয়েছে।
তাসমানিয়ায় তিমি আটকে পড়া অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, এরকম ঘটনার জন্য দ্বীপটি প্রসিদ্ধ। দাঁতওয়ালা তিমি প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রজাতি হলো স্পার্ম। ১৮ মিটার লম্বা ও ৪৫ টন পর্যন্ত ওজন হয় এই প্রজাতির তিমি।
বন্যপ্রাণী বিজ্ঞানী ভেনেসা পিরোট্টা বলেন, ‘মৃত তিমিগুলো সম্ভবত কিশোর বয়সের ও পুরুষ জাতের। হয়তো তারা কোনো সমস্যায় পড়েছিল। ’
তিনি আরও বলেন, ‘স্পার্ম তিমি সাগরের গভীরে থাকতেই পছন্দ করে। তারা প্রচুর পরিমাণে ডাইভিং করে। সমুদ্রতীরে এসে মারা যাওয়ার বিষয়ে আমরা সঠিক কিছু জানি না। এটি রহস্য হিসেবেই থাকছে। ’
‘তিমিগুলো হয়তো ভুল পথে চলছিল। না হয় একজন অসুস্থ বা দিশেহারা লিডারকে অনুসরণ করে অগভীর জলে এসে পড়ে ও চমকে যায়,’ যোগ করেন এই প্রাণীবিজ্ঞানী।
জেএন/পিআর