বাঁশখালীতে গভীর রাতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির সময় একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ট্রাকের চালক-হেলপারসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি জানান, সরকারের ভর্তুকি মূল্যের টিসিবির পণ্য গভীর রাতে ট্রাকে করে বিক্রি করা হচ্ছিল। অভিযানে টিসিবির পণ্য পরিবহনকারী ট্রাকের চালক ও হেলপারসহ চারজনকে আটক করা হয়েছে। মালামালসহ জব্দ করা ট্রাক বাঁশখালী থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জয়নিউজ/পিডি