ষোলশহরে পুকুর ভরাট করে ১০তলা ভবন নির্মাণের তোরজোর, পরিবেশের মামলা

নগরের পশ্চিম ষোলশহর নাজিরপাড়া এলাকায়
অনুনোমোদিতভাবে পুকুর ভরাটের দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো। আজ বুধবার পরিবেশের পরিদর্শক মোঃ মনির হোসেন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলাটি করেন।

- Advertisement -

মামলায় আসামিরা হলেন -মো. নুরুল ইসলাম (৫৭), আবুল কালাম (৫০), মন্টু কুমার দাশ (৫৭), সুমি রানী দাশ (৪০), নিকাশ দাশ (৬০), কৃষ দাশ (৪৫) ও বিকাশ দাশ (৫৯)।

- Advertisement -google news follower

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর
ঘটনাস্থল পরিদর্শনকালে অভিযোগকৃত স্থানে একটি আবাসিক ভবনের নির্মান কাজ চলমান দেখতে পান। সেখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটি ১০ তলা আবাসিক ভবনের অনুমোদন প্রদান করা হয়েছে। জমির খতিয়ান অনুযায়ী বিএস ৯০৩৯ নং দাগটি পুকুর শ্রেণীভুক্ত ছিল। সুতরাং পুকুর ভরাটের জন্য সরকারের কোন অনুমোদন গ্রহন করা হয়নি এবং বহুতল ভবনটির জন্য পরিবেশ অধিদপ্তর হতে অবস্থানগত ছাড়পত্র গ্রহন করা হয়নি।
জেএন/এফও/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM