ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে ফিরেছেন সাকিব আল হাসান। টানা দুই ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। অসাধারণ পারফরম্যান্সে টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
যদিও লিগে সাকিবের শুরুটা হয়েছিল ‘গোল্ডেন ডাক’ দিয়ে। প্রথম দুই ম্যাচেই শূন্যতে ফিরেছেন তিনি। এর থেকে অন্যরূপে দেখা যায় সাকিবকে। টানা দুই শূন্যের পর থেকে টানা দুই ‘ম্যান অব দ্য ম্যাচ’ এর পুরস্কার পান বাংলাদেশ অধিনায়ক। সেই সঙ্গে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তাঁর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও জিতেছে ব্যাক টু ব্যাক ম্যাচে।
আজ সোমবার সকালে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বারবাডোজ রয়্যালসের মুখোমুখি হয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। যেখানে আগে ব্যাট করতে নেমে মাত্র ১২৫ রানেই থেমে যায় বারবাডোজ। ওয়ারিয়র্সের হয়ে বল হাতে ২.৩ ওভারে ১২ রানে ১ উইকেট নেন সাকিব।
জবাব দিতে নেমে সাকিবের হাফসেঞ্চুরিতে ১৫ ওভার শেষ হওয়ার আগেই জয় তুলে নেয় ওয়ারিয়র্স। জয়ের ম্যাচে ব্যাট হাতে সর্বোচ্চ সাকিব খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস।
আগের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে গায়ানার জয়ে সাকিব ম্যাচসেরা হয়েছিলেন ৩ উইকেট নিয়ে ও ২৫ বলে ৩৫ রান করে।
জেএন/এও