করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এর তথ্য মতে গেল ২৪ ঘন্টায় সারাবিশ্বে মহামারী করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে নতুন মৃত্যুর সংখ্যা ৯৮৪ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ২৪৩ জন। এটি শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালের তথ্য।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৩২। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৪৬ হাজার ৮৫৮ জনে।
একই সময়ে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৩০ হাজারের বেশি। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ২২ লাখ ৪৪ হাজার ২২৩ জনে।
নতুন করে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭০৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা পৌঁছেছে ৬০ কোটি ২১ লাখ ১৬ হাজার ৭২৯ জনে।
বর্তমানে সংক্রিয় রোগীর সংখ্যা এক কোটি ৩৫ লাখ ৫০ হাজার ২৯৪ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ৭৬১ জন।
এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৩৬৬ জন এবং মারা গেছেন ৩৩ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মারা গেছে ২২৬ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫১৬ জন।
জেএন/পিআর