চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সুইডিশ জিনতত্ত্ববিদ সেভান্তে প্যাবো

শুরু হয়েছে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সোমবার (৩ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদান রাখায় এ বছর সুইডিশ জিনতত্ত্ববিদ সেভান্তে প্যাবো নোবেল পেয়েছেন।

- Advertisement -google news follower

স্থানীয় সময় সোমবার সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টা) সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীর নাম জানায় সুইডিশ একাডেমি।

বলা হয়, বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে জিনতত্ত্ব নিয়ে গবেষণার জন্য নোবেল পেয়েছেন তিনি।

- Advertisement -islamibank

আগামীকাল ৪ অক্টোবর ঘোষণা করা হবে পদার্থের ওপর নোবেল বিজয়ীর নাম। ৫ অক্টোবর রসায়ন, ৬ অক্টোবর সাহিত্য, ৭ অক্টোবর শান্তি, এরপর দুদিন বিরতি দিয়ে সর্বশেষে ১০ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির ওপর নোবেল বিজয়ীর নাম।

উল্লেখ্য, সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতির—এ ছয় শাখায় নোবেল দেওয়া হয়।

জেএন/এফও/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM