বিশ্ব শিক্ষক দিবসে সব শিক্ষকের প্রতি তথ্যমন্ত্রীর শ্রদ্ধা

আজ বিশ্ব শিক্ষক দিবসে সারা বিশ্বের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

- Advertisement -

ফেসবুকে বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় দেয়া এক পোস্টে তথ্যমন্ত্রীকে নিজের স্কুলের ও কলেজের দু’জন শিক্ষকের পা ছুঁয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

- Advertisement -google news follower

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। প্রকৃতপক্ষে শিক্ষকরাই মানুষের জীবন গড়ার কারিগর। এর মাধ্যমে তারা জাতি গঠন করে।’

তিনি বলেন, ‘আমার জীবনে আমি কিছু অসাধারণ শিক্ষক পেয়েছি। এখানে আমার ইসহাক স্যার- যিনি আমাদের চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন এবং সুমঙ্গল মুৎসুদ্দি স্যার-যিনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে আমাদের পদার্থ বিদ্যার শিক্ষক ছিলেন। আমরা ভাগ্যবান যে তারা এখনও আমাদের সাথে আছেন।’

- Advertisement -islamibank

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের খন্ডকালীন শিক্ষক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সবসময় তার পরিচয় দিতে গিয়ে বলেন, শিক্ষকতা তার পেশা আর রাজনীতি হচ্ছে তার ব্রত।

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM