বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি মারা গেছেন। শুক্রবার ভোরে মুম্বাইয়ের হিরানন্দানি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যান তিনি।
৭৯ বছর বয়সে মারা যাওয়ার আগে শেষবার এই অভিনেতাকে আমির খান অভিনীত ও প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা গিয়েছিল।
গত জানুয়ারিতে জানা যায়, বিরল রোগে আক্রান্ত অরুণ বালি। নিউরোমাসকুলার ডিজিজ-এ ভুগছেন তিনি। তারপর থেকে কয়েক ধাপে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে।
অবশেষে নিভে গেল তার জীবন প্রদীপ। অরুণের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকাহত তার পরিবার, কাছের বন্ধু ও সহকর্মীরা।
১৯৮৯ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন অরুণ বালি। প্রথম কাজ সিরিয়াল ‘দুসরা কেভল’। এই ধারাবাহিকে কাজ করেছিলেন শাহরুখ খানও।
প্রথম সিনেমা ১৯৯১ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘সৌগন্ধ’। এরপর ‘থ্রি ইডিয়টস’, ‘পানিপথ;, ‘রেডি’, ‘জমিন’, ‘পুলিওয়ালা গুণ্ডা’, ‘কেদারনাথ’-এর মতো ছবিতে কাজ করে সুনাম কুড়িয়েছিলেন।
জেএন/পিআর