২১ রানে হেরে গেল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরাজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ।

- Advertisement -

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক সোহান।

- Advertisement -google news follower

উইকেট কিপার ব্যাটার রিজোয়ানের ৭৮ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৬৭ রান করে পাকিস্তান। শান মাসুদ ৩১, অধিনায়ক বাবর আজম ২২ রান করেন।

বাংলাদেশের পক্ষে তাসকিন ২৫ রানে ২ উইকেট নেন। এদিন খরুচে ছিলেন মোস্তাফিজ ও হাসান মাহমুদ, তারা চার ওভারে ৪৮ ও ৪২ রান দেন।

- Advertisement -islamibank

১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার সাব্বির এবং মিরাজকে হারায় বাংলাদেশ। এরপর লিটন ও আফিফ ৫০ রানের জুটি করেন। লিটন ৩৫ ও আফিফ ২৫ রানে আউট হয়ে যান। এরপর মোসাদ্দেক রানের খাতা খুলতে পারেননি এবং অধিনায়ক সোহান ৮ রান করে আউট হন। শেষ দিকে ইয়াসির আলী দ্রুত গতিতে ২১ বলে ৪২ রান করলে পরাজয়ের ব্যবধান কমাতে সহায়তা করে।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করে বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে ওয়াসিম জুনিয়র ৩টি, নেওয়াজ ২টি, দাহানি ১টি, শাদাব খান ১টি এবং হারিস রউফ ১ উইকেট লাভ করেন।

ম্যান অফ দ্যা ম্যাচ হন মোহাম্মাদ রিজওয়ান।

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM