রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ এলাকা থেকে ৭টি কালিম পাখি উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার দুপুরে কাপ্তাই পিডিবির একজন খামারির বাসা হতে পাখিগুলো উদ্ধার করেন।
কর্ণফুলী সদর রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন বলেন, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইন্সপেক্টর অসিম মল্লিক ও আব্দুল আল সাদিক মুঠোফোনে পাখি লালন-পালনের বিষয়টি আমাদের অবহিত করলে আমরা ৩টি কালিম পাখি ও ৪টি ছানা উদ্বার করি।
এ সময় পাখি লালন-পালনকারি ওই ব্যক্তি জানান, আমি জানতাম না এ পাখি পালা ও ধরা আইনগত অপরাধ। পরে তিনি মুছলেকা দিয়ে ছাড়া পান।
এদিকে উদ্বারকৃত পাখিগুলো বিকেল সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুম কবিরের কাছে হস্তান্তর করা হয়।
জেএন/এফও/এও