আজ দলের যৌথসভায় নির্বাচনী বার্তা দেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের (পার্লামেন্টারি পার্টি) যৌথসভা শুক্রবার (২৬ অক্টোবর)। সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

সভায় নির্বাচনের আগে দলীয় নেতা ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা ও আগামী নির্বাচনে দলের করণীয় নির্ধারণ করতে পারেন প্রধানমন্ত্রী।

- Advertisement -google news follower

আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচনের আগে এমন একটি সভা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সভায় দলীয় প্রধান তাদের নির্বাচনী বার্তা দেবেন।

এছাড়া টানা দুই মেয়াদে সরকারের ধারাবাহিক উন্নয়নচিত্রও তুলে ধরবেন তিনি। সবাইকে নিজ নিজ এলাকায় গিয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানাবেন। আগামী নির্বাচন যথেষ্ট চ্যালেঞ্জিং হবে এটি মাথায় রেখে সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে মাঠে নামতে বলবেন তিনি।

- Advertisement -islamibank

তারা জানান, আগামী নির্বাচনে বিএনপি অংগ্রহণ করবে, এটা ধরে নিয়েই দলীয় কৌশল নির্ধারণ করা হবে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM