দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম শোনাচ্ছিলেন ইমপ্যাক্টের বুলি। তাতে ভর করে বাংলাদেশের হতশ্রী টি-টোয়েন্টি পারফর্ম্যান্স বদলে দেওয়ার আশা করাটাও অমূলক কিছু ছিল না।
তবে মাঠের খেলায় ফিরতেই সেই দেখা যাচ্ছে সেই পুরনো ছবিটাই। ব্যাটিংয়ের হতশ্রী রূপ বদলাল না একটু, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সে ধারা অব্যহত থাকল বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোটে ১৩৭ রানের পুঁজি পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ধাক্কাটা খেয়েছিল ইনিংসের দ্বিতীয় ওভারেই। মেহেদি হাসান মিরাজ ফিরেছিলেন টিম সাউদির শিকার হয়ে। এরপর তিনে আসেন লিটন, তবে শেষ কিছুদিনের ছন্দটা এদিন যেন তার ব্যাট থেকে হারিয়ে গিয়েছিল আজ। ১৬ বলে ১৫ রানের ইনিংস খেলে মাইকেল ব্রেসওয়েলকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে হাঁসফাঁস করেছেন প্রায় পুরোটা সময় ধরেই।
সাকিব খেলবেন চারে, এমন একটা কথা শোনা যাচ্ছিল বেশ, তবে আজ সাকিব নেমেছেন সাতে। তার আগে একে একে উইকেটে গিয়েছেন আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন আর ইয়াসির আলী। আফিফ বাদে দুই অঙ্কে যেতে পারেননি একজনও। ৯৩ ছোঁয়া স্ট্রাইক রেটটা হিসেবে আনলে আফিফকেও মোটাদাগে ব্যর্থই বলা চলে।
জেএন/এও