বিশ্বজুড়ে গেল ২৪ ঘন্টায় মরণঘাতী করোনা ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৫৯৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দুই শতাধিক। নতুন মৃত্যু সংখ্যার যোগফলে বিশ্বজুড়ে বর্তমানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬১ হাজার ৮১৯ জনে।
তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৪৬ জন।
অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৮০ হাজারেরও বেশি। এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৮৬৭ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া।এরপরই রয়েছে ফ্রান্স, তাইওয়ান, ইতালি ও জাপান।
গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ১১৭ জন এবং মারা গেছেন ৫৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ৩ হাজার ৬১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ১১ হাজার ৫৮৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ৯৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১২ লাখ ১৮ হাজার ৯৯৩ জন ও প্রাণ গেছে ৩ লাখ ৮৮ হাজার ২৯৫ জনের।
জেএন/পিআর