বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা চীনের

বাংলাদেশিদের ‘অন অ্যারাইভাল’ ভিসা (চীনের বিমানবন্দরে নামার পর দেওয়া ভিসা) দেবে চীন। শুক্রবার (২৬ অক্টোবর) সচিবালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি এই আশ্বাস দিয়েছেন।

- Advertisement -

বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।

- Advertisement -google news follower

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সব নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার কথা বলেছে। আমাদের ট্যুরিস্ট, আমাদের ব্যবসায়ীরা যদি সময়ের অভাবে ভিসা না নিয়ে যেতে পারেন, তাহলে সেখানে গেলে তাদের অন অ্যারাইভাল ভিসা দেবে তারা।

এটা চূড়ান্ত হয়েছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা আলাপ করে গেছেন। পরবর্তীতে এ বিষয়ে ঘোষণা দেবেন।

- Advertisement -islamibank

এ ছাড়া বৈঠকে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলেও জানান তিনি।

শুক্রবার সকাল ১০টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকটি শুরু হয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM