হালদায় অভিযান : দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

- Advertisement -

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে হালদা নদীর উত্তর মাদার্শা ইউনিয়নের পোড়ালিয়া স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জালগুলো উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম জানায়, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান কিংবা নজরদারি রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৫শ মিটার ঘেরা জাল জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান, উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রামপুলিশ ও ডিম সংগ্রহকারীরা।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM