ভারতে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে চালু হওয়া ‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে ছায়ানটকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন একটি বাছাই কমিটি সর্বসম্মতিক্রমে বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী সানজিদা খাতুনের নেতৃত্বাধীন ছায়ানটকে এই পুরস্কারের জন্য মনোনীত করে। পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে স্মারক ও এক কোটি রুপি।
বাংলা সংস্কৃতি, সংগীত, সাহিত্য, বিশেষ করে রবীন্দ্র সংগীত চর্চাকে বাংলাদেশ ও বিশ্বের দরবারে জনপ্রিয় করার ক্ষেত্রে অবদান রাখায় ছায়ানটকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
পাকিস্তান আমলে রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র ভাবনা অবলম্বন করে যাত্রা শুরু করেছিল ছায়ানট।
বাংলা নববর্ষে ঢাকার রমনার বটমূলে ছায়ানট-এর অনুষ্ঠান আজ বাংলাদেশে প্রায় জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। ছায়ানটকে এই পুরস্কার দেওয়ার খবরে পশ্চিমবঙ্গের বিশিষ্ট রবীন্দ্রানুরাগীরাও খুশি হয়েছেন।
জয়নিউজ/আরসি