চট্টগ্রামে গেল ২৪ ঘন্টা সময়ে নতুন করে ১৫ জনের শরীরে মহামারী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে চট্টগ্রামের জেলা উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১ লাখ ২৯ হাজার ২৬১ জনে।
তবে গত ২৪ ঘন্টা সময়ে চট্টগ্রামের কোথাও করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। ফলে মো মৃতের সংখ্যা আগের দিনের মতোই ১ হাজার ৩শ ৬৭ জনে অপরিবর্তিত থাকল।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা ভাইরাসের অস্তিত্ব মিলে ১৫ জনের শরীরে। শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৬১ শতাংশ।
নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে ১২ জন নগরের বাসিন্দা। বাকি ৩ জনের একজন সীতাকুণ্ড, একজন রাউজান ও অন্যজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৯৪ হাজার ২শ ৪৭ জন নগরের এবং বাকি ৩৫ হাজার ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাছাড়া মোট মৃতের সংখ্যায় ৭৩৭ জন নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
জেএন/পিআর