আগামী ১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদের সাধারণ নির্বাচন শিকলবাহস্থ কর্ণফুলী উপজেলা পরিষদ কমপ্লেক্স কেন্দ্র অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগনের নির্বিঘ্নে চলাচলের নিমিত্তে বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
প্রেস নোটে বলা হয়েছে, ১৬ অক্টোবর মধ্যরাত ১২ টা হতে ১৭ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ভোট কেন্দ্রের আশেপাশের এলাকায় যান্ত্রিক যানবাহন ও নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
সে সাথে ভোট গ্রহণের ৩ দিন আগে মধ্যে রাত ১২ টা হতে ভোট গ্রহণের পরবর্তী দিন সকাল ৬টা পর্যন্ত ভোট কেন্দ্রের আশেপাশে মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।
তবে নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশী বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি -বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক, এ্যাম্বুলেন্স,গ্যাস, বিদ্যুৎ, পানি, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর,ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
জেএন/এফও/এমআর