বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

বিশ্বজুড়ে প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দীর্ঘ হচ্ছে। তবে গেল ২৪ ঘন্টায় আগের দিনের থেকে মৃত্যুর সংখ্যা কমেছে একশ জন। কমেছে আক্রান্তের সংখ্যাও।

- Advertisement -

একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০২ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ৬৭৬ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৩০ হাজার।

- Advertisement -google news follower

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার ৭১৮ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬৭ হাজার ১৪২ জনের।

- Advertisement -islamibank

নতুন করে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৭৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা পৌঁছেছে ৬০ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ৯০২ জনে। বর্তমানে সংক্রিয় রোগীর সংখ্যা এক কোটি ৪২ লাখ ৭৮ হাজার ৩০ জন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় রয়েছেন ৩৮ হাজার ৬১০ জন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ১৬৫ জন। সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে ফ্রান্স, তাইওয়ান, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে মারা গেছে ২৪৬ জন। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট মারা গেছে ১০ লাখ ৮৯ হাজার ৯১৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM