ভোর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট আগুনে নোয়াখালী জেলার চৌমুহনী উপজেলার মহেশগঞ্জ বাজারের ২০ দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
শনিবার (১৫ অক্টোবর) ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ভোর রাতের দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
মহেশগঞ্জ বাজারের দীপঙ্কর স্টোরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাস জানান, পুড়ে যাওয়া দোকানগুলোরর মধ্যে পাইকারী মুদি দোকান এবং চাল, আলুর গুদাম ঘর রয়েছে।
জেএন/পিআর