ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপলাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপলাইন লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর দমকল বাহিনী।

- Advertisement -

শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর দমকল বাহিনী দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -google news follower

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে আগুন লাগে।

খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে দুপুর সাড়ে ১২টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -islamibank

তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই উপসহকারী পরিচালক।

ইস্টার্ন রিফাইনারির উপমহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ জানান, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে।

ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM