কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
আজ শনিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া-সংলগ্ন নাফনদী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারিকে আটক করা যায়নি।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, নাফ নদী হয়ে হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে গোপন খবরে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়।
এক পর্যায়ে নাফ নদীর বেড়িবাঁধে দুইজন ব্যক্তিকে একটি বস্তুা কাঁধে নিয়ে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামতে বলে। এ সময় বস্তাটি ফেলে অন্ধকারের মধ্যে পাশের গ্রামের দিকে দ্রুত দৌড়ে পালিয়ে যায় তারা।
পরে ফেলে যাওয়া ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।
জেএন/পিআর