চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে জাবেদ প্রকাশ ডাকাত জাব্দেকে আটক করেছে র্যাব। পূর্ব মাদারবাড়ি সাহেবপাড়া বাজার এলাকা থেকে শুক্রবার রাতে তাকে ধরা হয়। র্যাব বলছে, ফেনী-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতির পর সে চট্টগ্রাম মহানগরে এসে গা ঢাকা দিত। এক জায়গায় সে দুই মাসের বেশি অবস্থান করতো না।
আটক জাবেদ সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার বাবুল মিয়ার সন্তান।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, জাবেদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৩টি ও মিরসরাই থানায় ১ টি ডাকাতির মামলাও রয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ জানায়, সে ফেনী-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে বিভিন্ন অভিনব পন্থায় ডাকাতি করেই গা ঢাকা দেওয়ার জন্য চট্টগ্রাম শহরে চলে আসতো। এছাড়া শহরে কোন এলাকায় দুই মাসের বেশি অবস্থান করতো না। সংঘটিত ডাকাতি কার্যক্রমে সে নেতৃত্ব দিতো।
আটকের পর তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তার করা হয়েছে।
জেএন/এফও/এমআর