চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে “পোলার” এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত হতে যাচ্ছে “শেখ কামাল কাপ চট্টগ্রাম বিভাগীয় হ্যান্ডবল ২০২২”।
এ উপলক্ষে আজ ১৬ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এ সময় প্রতিযোগিতার বিভিন্ন তথ্যাদি তুলে ধরেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মো. আলমগীর। উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আলহাজ¦ আলী আব্বাস, যুগ্ম সম্পাদক তাহের-উল আলম চৌধুরী স্বপন, টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব আসলাম মোর্শেদ।
প্রতিযোগিতায় ৭টি দল অংশ গ্রহণ করছে। চট্টগ্রাম, চাঁদপুর, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল সমূহের খেলোয়াড় কর্মকর্তাদের আবাসন, খবারসহ সকল সুযোগ সুবিধা প্রদান করছে আয়োজক চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার বাজেট ৩ লক্ষ টাকা। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর“পোলার” ১লক্ষ টাকা প্রদান করবেন।
১৭ অক্টোবর, বিকাল ৪টায় প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ও সভাপতি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
জেএন/এফও/এমআর