চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৫ জনের শরীরে ধরা পড়েছে মরণঘাতী করোনা ভাইরাসের বিষ। তবে আগের দিনের মতোই এদিনেও নতুন করে কেউ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি।
আজ সোমবার (১৭ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয় গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে বিভিন্ন ল্যাবে মোট ২০৪টি নমুনা পরীক্ষা করে নতুন ২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ২১ নগরের এবং বাকি ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ১২ দশমিক ২৫ শতাংশ।
এ নিয়ে চট্টগ্রামের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৩৪৪ জনে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ৩১৩ জন এবং ৩৫ হাজার ৩১ জন বিভিন্ন উপজেলার।
তবে এদিনও মৃত্যুহীন ছিলো চট্টগ্রাম। ফলে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট যাওয়ার সংখ্যা আগের দিনের মতোই ১ হাজার ৩শ ৬৭ জনে অপরিবর্তিত থাকলো। মোট মারা যাওয়াদের মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা এবং বাকি ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জেএন/পিআর