পরিবেশ দুষণের দায়ে সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজকে নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুর রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, দীর্ঘদিন থেকে নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ পরিবেশ দূষনকারী কালো ধোঁয়া নির্ধারিত চিমনি ব্যবহার না করে উন্মুক্ত পরিবেশে নির্গত করে আসছিলো। বায়ু দূষণের ফলে অতিষ্ঠ হয় কারখানা সংলগ্ন এলাকার মানুষ। এলাকবাসীর বারবার তাগিদ সত্ত্বেও কোন প্রতিকার না পেয়ে জেলা প্রশাসকের স্মরনাপন্ন হন। মাননীয় জেলা প্রশাসনের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি। পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় স্টিল মিলের এজিএম আব্দুর রউফ ও ম্যানেজার মো. জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন এবং দোষ স্বীকার করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে কারখানার ত্রুটি বিচ্যুতি সমাধানের মুচলেকা প্রদান করেন।
জয়নিউজ/হিমেল/পিডি