আমিরাতকে ৭৯ রানে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল লঙ্কানরা

বিশ্বকাপে প্রথম ম্যাচের ধাক্কা কাটিয়ে বড় জয় তুলে নিলো শ্রীলঙ্কা। এশিয়ান চ্যাম্পিয়নরা নিজেদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে হারিয়েছে ৭৯ রানে। শ্রীলঙ্কার ১৫২ রানের জবাবে ১৭.১ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। সর্বোচ্চ ১৯ রান আসে আয়ান আফজাল হকের ব্যাট থেকে।

- Advertisement -

শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুশমন্থ চামিরা ৩.৫ ওভারে ১৫ রানে নেন ৩টি। মহেশ থিকসানার শিকার ১৫ রানে ২ উইকেট। এছাড়া প্রমোদ মদুশান ও অধিনায়ক দাসুন শানাকা একটি করে উইকেট নেন।

- Advertisement -google news follower

এই জয়েও ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের সমান ২ পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় নাবিমিয়ার অবস্থান দুই নম্বরে। টানা দুই জয়ে নেদারল্যান্ডস রয়েছে শীর্ষে।

জিলংয়ের সিমন্ডস স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫২ রান তোলে লঙ্কানরা। শ্রীলঙ্কার মোট রানের দুই তৃতীয়াংশই এসেছে পাথুম নিশঙ্কর ব্যাট থেকে।

- Advertisement -islamibank

৬০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৪ রান করেন এই ওপেনার। কুশাল মেন্ডিস ১৮ ও ধনঞ্জয়া ডি সিলভা ৩৩ রান করেন। হ্যাটট্রিক করেন আরব আমিরাতের কার্তিক মিয়াপ্পান। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন জহুর খান।

সংক্ষিপ্ত স্কোর
টস: আরব আমিরাত, ফিল্ডিং
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৫২/৮ (নিশঙ্ক ৭৪, মেন্ডিস ১৮, ধনঞ্জয়া ৩৩; জহুর খান ২/২৬, মিয়াপ্পান ৩/১৯)
আরব আমিরাত: ১৭.১ ওভারে ৭৩ (চিরগ সুরি ১৪, আয়ান ১৯, জুনায়েদ ১৮; চামিরা ৩/১৫, হাসারাঙ্গা ৩/৮)
ফল: শ্রীলঙ্কা ৭৯ রানে জয়ী

ম্যাচসেরা: পাথুম নিশঙ্ক (শ্রীলঙ্কা)

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ