চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লেক ভিউ হাউজিং (লাল পাহাড়), ফয়’স লেক এলাকায় পাহাড় কাটার দায়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো।
পরিবেশের সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে আকবরশাহ থানায় মামলাটি দায়ের করেন।আসামিরা হলেন – নিলিমা রানী মালাকার, মোহাম্মদ ফয়জুল্লাহ, মোঃ লিটন ও মোঃ সৌরভ। এরমধ্যে ফয়জুল্লাহ এবং মোঃ লিটনকে গ্রেফতার করা হয়েছে।
পরিবেশের সহকারী পরিচালক হাছান আহম্মদ বলেন, গত ১৮ অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শনে ঘটনাস্থলে দু’জন শ্রমিককে পাহাড় কর্তণরত অবস্থায় পাওয়া যায়। শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় ওই পাহাড়টি লেক ভিউ হাউজিং এর কেয়ারটেকার ফয়জুল্লাহর নেতৃত্বে কাটা হচ্ছে।
তিনি জানান, পরিদর্শনের সময় প্রায় দেড় হাজার ঘনফুট পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। আজ ১৯ অক্টোবর শুনানীর নোটিশ দেওয়া হয়।
জেএন/এফও/পিআর