হল্যান্ড থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় এসেছে নতুন ১২ অতিথি। এদের মধ্যে দুইটি পুরুষ ও চারটি স্ত্রী ক্যাঙারু এবং দুইটি পুরুষ লামা ও চারটি স্ত্রী লামা রয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) ভোর ৫টায় চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছায় এসব প্রাণী।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ। তিনি বলেন, আজ সকাল ১০টায় সর্বসাধারণের জন্য এসব প্রাণী উন্মুক্ত করা হবে। বিদেশ থেকে আনা এসব প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের আরও বেশি আকৃষ্ট করবে।
তিনি আরো বলেন, একইসঙ্গে চট্টগ্রাম চিড়িয়াখানায় আগামী ১০ দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি সিংহ, ৬টি ম্যাকাউ ও ৮টি ওয়েলবিস্ট আসছে বলে জানিয়েছেন তিনি। বিদেশ থেকে আমদানি প্রাণিগুলোর মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা।
জয়নিউজ/হিমেল/পিডি