নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে ইলিশ শিকার করায় সাত জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
শনিবার ( ২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ওই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই সাত জেলেকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ ও ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
জয়নিউজ/পিডি