চবিতে ভর্তিযুদ্ধ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শনিবার (২৭ অক্টোবর) থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ এবার চারটি ইউনিট ও দু’টি উপ-ইউনিটে অনুষ্ঠিত হবে।

- Advertisement -

জানা গেছে, এবার ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৩৬ হাজার ২৪৭টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৮ জন ভর্তিচ্ছু। এরমধ্যে শনিবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দু’টি শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষার্থীদের সকাল ৯টা ৪৫ মিনিটে ও দ্বিতীয় শিফটে বেলা ২টা ১৫ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে বলা হয়েছে।

- Advertisement -google news follower

ইউনিটটিতে মোট ১ হাজার ২২১টি সাধারণ আসন ও কোটায় ১৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ৭৯০ জন। ফলে এখানে আসনপ্রতি লড়বেন ২৩ জন শিক্ষার্থী।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM