প্রশ্নফাঁস: বিমানের সেই ৫ কর্মী বরখাস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গাড়ি চালক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার পাঁচজনকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিমান কর্তৃপক্ষ।

- Advertisement -

রোববার (২৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক যাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

যাহিদ বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় ডিবির হাতে গ্রেফতার হওয়া পাঁচ কর্মীকে আমরা স্থায়ীভাবে বরখাস্ত করেছি। এই সিদ্ধান্ত গতকাল নেওয়া হয়েছে, আজ সেটি বাস্তবায়ন করা হয়। এজন্য একটি বোর্ড মিটিং করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত মোতাবেক তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

গত শুক্রবার (২১ অক্টোবর) বিকেল তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর এক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। এমন খবরে রাজধানীর উত্তরায় সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন পরীক্ষার্থীরা। ১০ মিনিট বিক্ষোভ করার পর তারা সড়ক থেকে সরে যায়।

- Advertisement -islamibank

গ্রেফতারদের সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার সংবাদ সম্মেলন করা হয় ডিবি পুলিশের পক্ষ থেকে। সেখানে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস হয়। এজন্য পরীক্ষার্থীদের কাছ থেকে দুই থেকে সাত লাখ পর্যন্ত টাকা নেয় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রটি। আর গরিব হওয়ায় যারা টাকা দিতে পারেননি তাদের কাছ থেকে স্ট্যাম্পে বাড়ি, জমি লিখে নেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।

প্রশ্নফাঁসে জড়িত থাকায় আরও কেউ জড়িত আছেন কি না তা জানতে গ্রেফতারদের রিমান্ডে নেওয়ার কথা জানিয়েছিলেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ। এরপরই আদালতে তোলা হলে বিচারক গ্রেফতার পাঁচজনের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM