বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী মা আনন্দময়ী ধামে শ্যামা পূজা উপলক্ষে দুইদিনব্যাপী দীপাবলি উৎসবের শুরু হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব।
ভক্তিমূলক শ্যামা সংগীত ও নৃত্যে উপস্থিত পূজার্থী, দর্শনার্থীদের মাতিয়ে রাখে ক্ষুদে শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক বুবলী চৌধুরী। রাতে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সনাতনী সম্প্রদায়ের শ্যামা পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সরকার সবসময় সজাগ রয়েছে জানিয়ে পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন বলেন, অসাম্প্রদায়িক চেতনায় এ দেশ স্বাধীন হয়েছিলো। তা রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। আনন্দময়ী ধামের আয়োজন সার্থক হোক।
এসময় উপস্থিত ছিলেন বরুণ বিশ্বাস, শরদিন্দু চৌধুরী, ভানু ভূষণ চৌধুরী, দীপু রায়, তাপস চৌধুরী, অধীর দে, অঞ্জন চৌধুরী, বিপ্লব চৌধুরী, মিথুন চৌধুরী রণি, টিটু দে, মা আনন্দময়ী ধাম পরিচালনা পর্ষদের সভাপতি দোলন রায় ও অর্থ সম্পাদক টিংকু দে।
শ্যামা পূজা উদাযাপন পরিষদের সভাপতি অমিত চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জয় রায় ও অর্থ সম্পাদক হৃদয় দে আনন্দময়ী ধামের শ্যামা পূজায় আমন্ত্রণ জানিয়েছেন।
জেএন/পূজন সেন/পিআর