বোয়ালখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫শতাধিক রোগী

চট্টগ্রামের বোয়ালখালীতে শ্যামা পূজা উপলক্ষে সন্তোষ-রেণুবালা মেমোরিয়্যাল মেডিক্যাল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

- Advertisement -

সোমবার (২৪ অক্টোবর) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী সন্তোষ ভবনে শিশু-স্বাস্থ্য, নাক-কান-গলা, মেডিসিন, চক্ষু, গাইনী-অবস্ বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন।

- Advertisement -google news follower

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন।

চিকিৎসা সেবা প্রদান করেন প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, ডা. অমল পুরোহিত, ডা. সাইফুল ইসলাম ডা.সুপ্রণ বিশ্বাস, ডা. রাহুল মল্লিক, ডা. পংকজ কুমার চৌধুরী ও ডা. সুলেখা চৌধুরী।

- Advertisement -islamibank

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বাসু দেব, ইউপি সদস্য সুরেশ চৌধুরী ও তৌহিদুর রহমান।

এতে সার্বিক সহযোগিতা করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।

জেএন/এমআর

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM