কালীপূজার রাতে পূজামন্ডপে প্রদীপ জ্বালাতে গিয়ে ঘটল অঘটন। আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর এক শিক্ষার্থী।
গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে রুয়েটের বড় খেলার মাঠের পশ্চিমে অস্থায়ী কালীপূজার মণ্ডপে এ ঘটনা ঘটে। দগ্ধ শিক্ষার্থীর নাম মৌমিতা (২৩)।
সে বিশ্ববিদ্যালয়টির ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। থাকতেন রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয়।
সহপাঠী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রুয়েটের বড় খেলার মাঠের পশ্চিমে অস্থায়ী কালীপূজার মণ্ডপ তৈরি করা হয়েছিল। সেখানেই রাত ৮টার দিকে সবাই একসঙ্গে মোমবাতি প্রজ্জ্বলনের সময় তার শাড়িতে হঠাৎ আগুন লেগে যায়।
এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে শিক্ষার্থীর শরীরের তলপেট, পায়ের কিছু অংশ এবং হাতের খানিকটা অংশ পুড়ে যায়। দ্রুত আগুন নিভিয়ে সহপাঠীরা তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যান।
সেখানে বার্ন ইউনিটে ভর্তি করানোর পর চিকিৎসকরা জানান, তার শরীরের ২০ শতাংশের বেশি অংশ পুড়ে গেছে। পরে রাত ১০টার দিকে ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়।
জেএন/পিআর