দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫০ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
এদিকে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্যে বলা হয়েছিল, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৩ জন। চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা ১১৮ জন। এ ছাড়া, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৯৪ জন এবং ঢাকার বাইরের ২৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪১৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ২২৪ জন, আর বাকি এক হাজার ১৯২ জন ঢাকার বাইরে দেশের বিভিন্ন বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে ২৯ হাজার ৪৬৬ জন।
জেএন/এমআর