পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মামলা খেল স্বেচ্ছাসেবক দলের ১৫০ নেতাকর্মী

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে থেকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১৫০ জন নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২৬ অক্টোবর) রাতে নগরের কোতোয়ালী থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন।

- Advertisement -google news follower

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ সদস্য আহত ও ১০ নেতাকর্মীকে আটক এবং ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে দাবি করা হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM