মধ্যরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে নারায়ণগঞ্জ জেলা সদরের কদমতলা এলাকায় শারমিন জুট বেলার্সের পাটের গুদাম।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মধ্যরাত আড়াইটার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে।
প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আজ শুক্রবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, রাত আড়াইটার দিকে সামনের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গুদামের চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জ স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে গুদামটির বেশ কয়েকটি মেশিনসহ বিপুল পরিমাণ মজুতকৃত পাট পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল হালিম। তিনি জানান, হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
জেএন/পিআর