ইতালিতে ছুরিকাঘাতে আর্সেনাল ফুটবলার আহত, নিহত ১

ইতালিতে শপিংমলে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত চার জন। তাদের মধ্যে বিখ্যাত ক্লাব আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারিও রয়েছেন। 

- Advertisement -

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইতালির মিলান শহরের কাছে একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এ ঘটনায় ৪৬ বছর বয়সি একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শপিংমলের ক্রেতারা। তবে একে সন্ত্রাসী হামলা বলে স্বীকার করেনি পুলিশ।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হামলাকারীর মানসিক সমস্যা রয়েছে। তিনি শপিংমলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এতে ৩০ বছরের এক যুবক নিহত হন। এসময় আহত হন অন্তত চার জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

জানা গেছে, আর্সেনালের ডিফেন্ডার পাবলো মারির পেছনে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তাঁর আঘাত অত্যন্ত গুরুতর নয়। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

এ বিষয়ে আর্সেনাল ম্যানেজার মাইকেল আর্টেটা বলেন, ‘আমি এই মাত্র জানতে পারলাম। আর্সেনালের টেকনিক্যাল ডিরেক্টর এডু মারির স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মারি হাসপাতালে আছেন এবং ভালো আছেন।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM