মালদ্বীপকে ৯ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

বাংলাদেশের কিশোররা মালদ্বীপের বিরুদ্ধে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল। জিতেছেও ফেবারিটদের মতোই। শনিবার (২৭ অক্টোবর) দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলারদের লড়াইয়ে মালদ্বীপের জালে ৯ গোল দিয়েছে বাংলাদেশ।

- Advertisement -

নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে, সেই সঙ্গে নিশ্চিত হয়েছে নেপালেরও শেষ চারে খেলা।

- Advertisement -google news follower

একের পর এক আক্রমন করে ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ১১, ২০ ও ২৩ মিনিটে গোল করে নিহাত জামান উচ্ছ্বাস হ্যাটট্রিক পূরণ করেন। বিরতির আগে মুহুর্তে ব্যবধান ৪-০ করেন অধিনায়ক মেহেদী হাসান। উচ্ছ্বাস নিজের চতুর্থ গোল করেন দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই।

দ্বিতীয়ার্ধের ৫ গোলের দুটি করেন রাসেল আহমেদ ৪৭ ও ৬৬ মিনিটে এবং দুটি করেন আশিকুর রহমান ৮০ মিনিটে ও ইনজুরি সময়ে।

- Advertisement -islamibank

বাংলাদেশের বড় জয়ে বড় অবদান ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাসের। তিনি একাই করেছেন ৪ গোল। জোড়া গোল করেছেন রাসেল আহমেদ ও বদলি মিডফিল্ডার আশিকুর রহমান। একটি গোল অধিনায়ক মেহেদী হাসানের।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে সোমবার নেপালের বিরুদ্ধে। এ ম্যাচ ড্র করলেই বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে।

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM