শান্তর ফিফটিতে জিম্বাবুয়ের টার্গেট ১৫১

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয় বেশ মলিন। ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রান করে সাজঘরের পথে ধরেন ওপেনার সৌম্য সরকার। এরপর কিছুটা আশা দেখালেও ১২ বল থেকে ১৪ রান করে সৌম্যের মতো লিটনও ব্লেসিং মুজারাবানির শিকারে পরিনত হন।

- Advertisement -

রবিবার (৩০ অক্টোবর) সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার গ্যাবায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫০। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।

- Advertisement -google news follower

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয় বেশ মলিন। ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রান করে সাজঘরের পথে ধরেন ওপেনার সৌম্য সরকার। এরপর কিছুটা আশা দেখালেও ১২ বল থেকে ১৪ রান করে সৌম্যের মতো লিটনও ব্লেসিং মুজারাবানির শিকারে পরিনত হন।
লিটনের বিদায়ের পর শান্তকে নিয়ে ইনিংস গোছানোর কাজ শুরু করেন সাকিব। ২০ বল থেকে ২৩ রান করে সাকিবও দ্রুত সাজঘরের পথ ধরেন। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিতে ভুল করেননি শান্ত। ৫৫ বলে ৭১ রান করে সিকান্দার রাজার শিকারে হন শান্ত। তার আগে ৭টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

এরপর ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন আফিফ হোসেন ধ্রুব। আফিফের ব্যাট থেকে ১৯ বল থেকে আসে ২৯ রান। সব মিলিয়ে ১৫০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ।

- Advertisement -islamibank

বাংলাদেশ : ১৫০/৭ (২০ ওভার)
শান্ত ৭১, আফিফ ২৯
মুজারাবানি ২/১৩, এনগারাভা ২/২৪

জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ১৫১ রান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM